Blog details

16 Dec, 2023 9:34 PM

দুটো অনুপ্রেরণা

গতকাল লাজ ফার্মায় গিয়েছিলাম। একটি ওষুধ কেনার জন্য। এক তরুণ আমার দিকে এগিয়ে আসলেন। বললেন, নাদিম ভাই কেমন আছেন?

হাসিমুখে আমার উত্তর ছিল, ভাল আছি।

কথোপকথন চালালেও মনে উত্তর খুঁজতেছিলাম। উনাকে চিনি কিনা। চেনা মানুষকে না চিনলে বিব্রত হতে হবে। 

ক্লু পেতে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় আছেন? 

বলল, মালয়েশিয়ায় একটি ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। এখন দ্বিতীয় বর্ষ চলছে। 

- কোন বিষয়ে?

- অর্থনীতিতে।

-ছুটিতে দেশে এসেছেন?

- জ্বি। সাথে ইউআইইউএক্স (ওয়েব ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট) এর কিছু ক্লায়েন্টের সাথে মিট করবো।

এত কথা চালালেও চিনতে পারলাম না। শেষমেষ বললাম, আপনার সাথে আগে কখনো দেখা হয়েছে? 

বলল, না। আপনাকে আমি ফেসবুকে ফলো করি।  আপনার লেখা থেকে অনুপ্রেরণা পেয়েছি। করোনার সময় ঘরে বসেছিলাম। সে সময় ইউআই/ইউএক্স শিখেছি। 

কথা শুনে বুঝা গেল, উনি পিএইচডির পাশাপাশি ইউআই/ইউএক্সের কাজ করছেন। আমাকে সামনে পেয়ে ধন্যবাদ দিলেন।  সত্যিকথা বলতে কি, উনার সাথে কথা বলে দারুন অনুপ্রেরণা পেয়েছি। 

দুই. 

আজ বিকেলে ফেসবুকে একজন রিকোয়েস্ট পাঠাল। প্রোফাইল ঘেটে দেখলাম। বয়সে আমার থেকে বেশ ছোট। আমাদের এলাকার। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার। ইনবক্সে জানাল, আমার লেখা প্রথম বই মহাজীবন এক্সপ্রেস সে পড়েছে। বেশ ভাল লেগেছে।

তার উত্তর শুনে আমি উচ্ছ্বসিত হলাম।  

বইটা ছিল আমার প্রথম উপন্যাস এবং প্রথম বই। বাজারে বইটির স্টক আউট। 

আমি সবসময় বিশ্বাস করি, লেখালেখি পৃথিবীর বড় শক্তিগুলোর একটি। আমার লেখা কারো ভাল লাগবে। কারো অপছন্দ হবে। কিন্তু গুটিকয়েক মানুষের জীবনের গতিপথ পাল্টে যায়, আমার লেখালেখি স্বার্থক হবে। 

গত দুইদিনের দুইটি ঘটনা আমার জন্য ভালরকম রিচার্জ হয়ে থাকবে। লেখালেখি করতে উৎসাহ জোগাবে।

প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৩

nadimkobi@gmail.com

+8801799-045333

House: 13/3, Road-2, Shyamoli, Dhaka-1207

©2023 by .
Proudly created with Bangla Puzzle Ltd.